Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
jolmohal lease notification, 2023
Details

সরকারী জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা -২০০৯ অনুযায়ী বাংলা ১৪৩০ হতে ১৪৩২ সনের জন্য শিবপুর উপজেলার ১১টি বদ্ধ জলমাহাল ইজারা প্রদানের নিমিত্তি অনলাইনে দরপত্র আহবান করা হয়েছে। আগ্রহী প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি/মৎস্যজীবী সংগঠন/সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধিত সংগঠন হতে আগামী  ২২.০১.২০২৩ হতে ০৮.০২.২০২৩ পর্যন্ত সময়ের মধ্যে দরপত্র অনলাইনে দাখিল করতে হবে। দাখিলকৃদ অনলাইন দরপত্রের কপি আগামী ০৯.০২.২০২৩ তারিখ হতে ১৩.০২.২০২৩ তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে। 

Publish Date
15/01/2023
Archieve Date
13/02/2023